আটপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি প্রদর্শনী

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪

আটপাড়া প্রতিনিধি : “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে নেত্রকোনার আটপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বর মাঠে ফিতা কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) ছানোয়ার হোসেন ছানো, উপজেলা নির্বাহী প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আটপাড়া উপজেলা সহকারী প্রোগ্রামার আশরাফুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটন, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শুনই ইউনিয়নের চেয়ারম্যান রোকন উজ্জামান রোকন প্রমুখ।

দিনব্যাপী এ প্রাণি প্রর্দশনীতে ৩০ টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা তাদের উন্নত জাতের গরু, ছাগলসহ বিভিন্ন গবাদী পশু ও গৃহপালিত প্রাণি প্রর্দশন করেন। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজনে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনাণালয় সহযোগিতা করে।