আটপাড়ায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

আটপাড়া প্রতিনিধি:
সারাদেশের মতো নেত্রকোনার আটপাড়ায় বই বিতরণ
উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

নতুন বছরে নতুন শ্রেণীতে নতুন বই পেয়ে খুশি  শিক্ষার্থীরা বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তামান্না আক্তার বলেন ‘নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে আমি খুশি, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদের বছরের শুরুতে নতুন বই উপহার দিয়েছেন। উনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি লিটুস লরেন্স চিরান, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক,
বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাবিবুর রহমান,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, সহকারী শিক্ষক সাফায়েত হোসাইন সিদ্দিকী তপন প্রমুখ।

এ ছাড়াও উপজেলার শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, মনসুরপুর উচ্চ বিদ্যালয়, বাউসা উচ্চ বিদ্যালয়, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ উপজেলার প্রতিটা ইউনিয়নের প্রতিটা বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।