আটপাড়ায় বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন
মহিলা বিষয়ক অফিস আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়
আটপাড়া প্রতিনিধি :
নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আটপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. উত্তম কুমার পাল, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, পরে ৯ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।