আটপাড়ায় বজ্রপাতে নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৪

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় বজ্রপাতে নিহত দ্বীন ইসলাম ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার ২৩ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেশকাতুল ইসলাম । নিহত দ্বীন ইসলাম উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের স্বরমুশিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান গ্রহণ করেন নিহত দ্বীন ইসলামের পিতা আব্দুল হেকিম। গত ৬ মে ধান ক্ষেতে কৃষিকাজ করতে গেলে সকালে বজ্রপাতে নিহত হোন দ্বীন ইসলাম ও অপরজন আহত হোন।