আটপাড়ায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
আটপাড়া প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়ায় বাংলা নববর্ষ উদযাপন-১৪৩১ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে এ মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান, দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার, তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র দাস, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী প্রমুখ।