আটপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোনায় আটপাড়া উপজেলার বাগজান এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে নেত্রকোনা-তেলিগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন, তবে প্রায়ই গ্রামের বাড়িতে যাতায়াত করতেন। বুধবার সকালে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।