আটপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক হাবিবুর রহমান খান (নুন্নু) এর দাফন সম্পন্ন
ইকবাল ভূঁইয়াঃ
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা’র ২নং শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামের উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ খান সৌরভের পিতা হাবিবুর রহমান খান (নুন্নু) (৮০) ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নেত্রকোনা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, রোটারিয়ান নাজমুল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক মাসুম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর, তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব খসরু আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা মোর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল শোক প্রকাশ করেছেন।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০ টায় গোয়াতলা ঈদ গাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।