আটপাড়ায় বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী পালিত
ইকবাল ভূইয়া:
নেত্রকোনার আটপাড়ায় বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি মরহুম ইদ্রিস আলী মাস্টার এঁর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আটপাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বানিয়াজান সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে যোগ দিতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ স্কুল মাঠে জমায়েত হন।
মরহুম ইদ্রিস আলী মাষ্টার সাহেব উপজেলার শহীদ স্বরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেন।
উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আবার জনগনের ভালবাসায় সিক্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একপর্যায়ে অগুছালো উপজেলা বি এন পির হাল ধরেন। তিনি তাঁর যোগ্যতায় উপজেলা বি এন পির তিনবার সাধারণ সম্পাদক ও চার বার সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি ছিলেন উপজেলার সর্বজনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তি।রাজনৈতিক দল গুলোর সমালোচনা থাকলেও তিনি ছিলেন সকল সমালোচনার উর্ধ্বে। পরিশেষে বার্ধক্য জনিত কারনে ২০১৯ সালে ২৫শে ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।