আটপাড়ায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ
আটপাড়া প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, থানার অফিসার ইনচার্জ মোহম্মদ তাওহীদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান প্রমুখ৷ পরে প্রতিযোগীতায় অংশগ্রহণকৃত প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।