আটপাড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

আটপাড়া প্রতিনিধি :
২০৩৩-২০২৪ অর্থবছরে খরিজ/২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল হক শিরিন উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।