আটপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
আটপাড়া প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
উপজেলার সুখারী দূর্গামন্দির, মধুয়াখালী দূর্গামন্দির, দুওজ ইউনিয়নের সোনাজুর বাজার দূর্গামন্দির, সোনাজুর গোপাল ঠাকুরের আশ্রম পূজা মন্দির, বানিয়াজান ইউনিয়নের চাড়িয়া দূর্গামন্দির, আটপাড়া সদর কালীবাড়ি মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, দুওজ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর, তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ, সুখারী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান প্রমুখ