আটপাড়ায় বিলে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
প্রতিকি ছবি

ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোনার আটপাড়ায় গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভিকচান মিয়া অরফে ভিক্কু মিয়া (৩৯) এক নামের জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার এসআই ইদ্রিস আলী।

এর আগে গতকাল রাতে কৈলং গ্রামে গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে পানিতে ডুবে ভিক্কু মিয়ার মৃত্যু হয়। ভিক্কু মিয়া একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিক্কু মিয়া গতকাল সন্ধ্যার পর গণেশের হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায়। পরিবার লোকজন আসতে বিলম্ব হওয়ায় হওয়ায়। ধারণা করেছে হয়তো পিছনের পাড়ায় ইসলামিক ওয়াজ মাহফিলে চলে গেছে। মাহফিল শেষে হলে পরিবারের লোকজনের মাহফিলে খবর পাঠিয়ে জানতে পারে তিনি মাহফিলে ছিলেন না।

অনেক খোঁজা খোঁজি করে না পাওয়ায় অবশেষে মাহফিলের মাইক মাইকিং করে তার খোঁজ না মিলায়। সন্দেহ করে এলাকার লোকজন গণেশ হাওরে খোঁজার জন্য যায়। গিয়ে দেখে নৌকার বইটা ভাসছে। পরে আশেপাশে খোঁজাখুঁজি করলে পাশেই তার লাশ দেখতে পায়। পরবর্তীতে লাশ নিহত ভিক্কু মিয়া বাড়িতে নিয়ে আসে এলাকাবাসী।

৬নং দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও কৈলং গ্রামের বাসিন্দা মির্জা আতিকুর রহমান জানান, রাতে নিখোঁজ থাকায় পরিবারের লোকজন মনে করেছে তিনি সবাই ছিলেন। পরবর্তীতে মধ্যরাতে গণেশ হাওর থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসেছিল তদন্ত করে গিয়েছেন।

আটপাড়া থানার এসআই ইদ্রিস আলী জানান, আমরা ঘটনাস্থলে এসে পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, পরিবারের দাবি ভিক্কু মিয়ার মিরকি রোগ ছিল। তাই পানিতে পরে মারা গেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় এলাকাবাসীর অবস্থানে লাশ তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে।