আটপাড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

আটপাড়া প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই মতবিনিময় সভা হয়।

মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান৷ প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ নির্বাচনী বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন