আটপাড়ায় ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোমিন আলী মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
সভায় সুষ্ঠু ভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।