আটপাড়ায় মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোনার আটপাড়ার ঐতিহবাহী মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‍্যালী বের করা হয়, র‍্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর, মেজর সিদ্দিকুর রহমান, সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া কবীর, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আগামীকাল শনিবার দিন ব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।