আটপাড়ায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের সূচনা হয়।

উপজেলা চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাওহীদুর রহমান, , উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগসহ
শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের অংশগ্রহণে আটপাড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে বীর

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।