আটপাড়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোনার আটপাড়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে উপজেলা প্রশাসন আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আটপাড়া উপজেলার সকল শ্রমিক ও বিভিন্ন সংগঠন র্যালীতে অংশ নেয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নীপা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা শ্রমিক লীগ সভাপতি অমল কুমার দত্ত, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা যুব লীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক আমির খান অসীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খসরু খান, শুনই ইউনিয়নের চেয়ারম্যান রোকন উজ্জামান রোকন, তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র
দাস, নির্মাণ শ্রমিক ইউনিয়ন আটপাড়া উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, এছাড়াও অটোরিক্সা, টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।