আটপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
ফয়সাল চৌধুরীঃ
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার পক্ষ থেকে নেত্রকোনার আটপাড়ার তেলিগাতী বাজারের আশরাফিয়া ফুরকানিয়া মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, তেলিগাতী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ ও আশরাফিয়া ফুরকানিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিক তালুকদার, মুহতামিম হাফেজ ইয়াসিন আরাফাত, সহকারী শিক্ষক মো. শাকিল আহমেদ, মাওলানা ইউসুফ প্রমুখ ।