আটপাড়ায় মানুষ পারাপারের সাঁকো যেন মরন ফাঁদ

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় মানুষ পারাপারের সাঁকো যেন এক মবনফাঁদে পরিনত হয়েছে। ।উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা সাহবাজপুর বেড়ীবাঁদের গোয়াতলা পূর্ব পাড়া সংলগ্ন বাঁধে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায় বাঁধটির গোয়াতলা হতে কালিয়াখালি, ভরতোষী, সাবাজপুর, ভরতোষীচর,, দরবেশপুর, ভোগাপাড়া, শ্যমপুর হয়ে লালচান্দের বাজার পর্যন্ত।

কৃষকদের উপকার,জনগনের যাতায়াতের সুবিধার জন্য বাঁধটি নির্মিত হলেও বাঁধের উত্তর অংশেের পানি নিঃস্কাশনে মাত্র দুটো সুইজ গেইট দিয়ে পানি বাঁধের দঃক্ষিন দিকে নি:স্কাশন হতে পারে না ফলে উত্তর অংশের পানির চাপে বর্ষায় প্রতি বছর গোয়াতলা কালিয়াখালি সংলগ্ন সুইজ গেইটের এই অংশে বাঁধ ভেংগে যায়। ফলে বর্ষা এলেই এই এলাকার মানুষের চরম দুর্ভোগ গোহাতে হয়।

এমনকি ভরতোষী, সাবাজপুর, ভরতোষী চর এলাকার মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে হয়। এলাকার জরুরী  অসুস্হ রোগীদের জন্য যেন এই সাঁকো মরন ফাঁদে পরিনত হয়েছে।

এই প্রসংগে ইউনিয়নের সাবেক দুবারের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য ছানোয়ার উদ্দিন ছানু জানান জাইকার সহযোগিতার হাজার হাজার মানুষের উপকারে এই বাঁধটি নির্মিত হলেও পানি নিঃস্কাশনে প্রয়োজনীয় সংখ্যক স্লুুইস গেইট না থাকায় উত্তর দিকের পানির চাপে বাঁধের এই অংশ ভেঙে যায় ফলে সাঁকোর কোন বিকল্প নেই। তিনি আরো ২ফুট বাঁধটি উঁঁচু করে বাঁধের বিভিন্ন অংশে প্রয়োজনীয় সংখ্যক স্লুুইস গেইট নির্মানের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবী জানান।