আটপাড়ায় মুজাহিদ কমিটির উদ্যেগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
ইকবাল ভূঁইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা মুজাহিদ কমিটির উদ্যেগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা খেলার মাঠে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ ফজলুল করিম।
ওয়াজ মাহফিলে উপজেলার সুতারপুর কওমী মাদরাসার মুহতামিম মাওলানা ইউসুফ এঁর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রুজের বাজার হাফিজিয়া মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম এর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মফিজুর রহমান, খেলফত মজলিস এর উপজেলা সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আব্দুল হাই, ইসলামী আন্দোলন এর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রহমান সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল, মুজাহিদ কমিটির নেতাকর্মীবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লি।