আটপাড়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

ফয়সাল চৌধুরীঃ
নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় রোববার যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা যুবদল আটপাড়া আয়োজনে দলীয় তেলিগাতী মোড়ে যুবদল আটপাড়া কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়, পরে কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কার্যালয় থেকে বের হয়ে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়।পরে উপজেলা খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর
তালুকদার, আটপাড়া উপজেলা ছাত্রদলের নেতা, সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোশাররফ তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ, যুগ্ম আহবায়ক কামাল তালুকদারের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটপাড়া যুবদলের সদস্য মাজহারুল তালুকদার, মাসুদ খান, ছাত্রনেতা ইয়াসিন, মেহেদী, রিসাত, রুনু, তেলিগাতী ডিগ্রী কলেজের ছাত্রদলের সদস্য সচিব রকি প্রমুখ।