আটপাড়ায় রেডক্রিসেন্টের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ২১শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দু’দিন ব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্হায় সহ শিক্ষা কার্যক্রম এর অন্তর্ভূক্ত করার লক্ষ্যে বিদ্যালয় ভিত্তিক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এর অংশ হিসেবে উপজেলার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট এর সদস্য আবু নাসের তালুকদার মিলু।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ ফারাস সাংবাদিক জহিরুল ইসলাম খান হীরা, রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল, তানজিলা আক্তার রুবী, প্রশিক্ষক ইসলাম, আমিরুল ইসলাম অন্তর, জান্নাতুল ফেরদৌস, প্রশিক্ষণার্থী ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমূখ।