আটপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইকবাল ভূইয়াঃ
শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবসের প্রথম প্রহরে ২১ শে ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২:০১ মিনিটে নেত্রকোনার আটপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ শে ফেব্রুয়ারি, বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়। ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।
কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা ,অফিসার ইন্চার্জ তাওহীদুর রহমান, ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা,উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যান রোকনু্জ্জামান রোকন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান নিজাম, সাবেক ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস, সাধারন সম্পাদক তানভীর আহমেদ সহ রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবসহ আপামর জনগন পুস্পস্তবক অর্পন করেন।
পরে সকাল ১০টায় উপজেলা হল রুমে নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত।