আটপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত কামরুজ্জামানের বাড়িতে শোকের মাতম
ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোনায় আটপাড়া উপজেলার বাগজান এলাকায় বুধবার সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল (৫২) নিহত হয়েছেন।
তিনি দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে তার গ্রামের বাড়ি ইকোরাটিয়ায় চলছে শোকের মাতম, বুধবার তাঁর নিজ বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে এলাকার মানুষ ভিড় করছেন নিহতের স্ত্রী আহাজারি করছেন, পরিবারের অন্য সদস্যরাও শোকাহত নিহতের স্মৃতিচারণ করে তেলিগাতী বাজারের ব্যাবসায়ী মুখলেসুর রহমান খান বলেন কামরুজ্জামান কামাল সামাজিকভাবে একজন খুব ভালো মানুষ ছিলেন, রাজনীতিবিদ হিসাবে তিনি ভালো লোক ছিলেন, তাঁর অবদান আমরা এলাকাবাসী ভুলতে পারবোনা ।
তাঁর মৃত্যুতে গ্রামবাসী, এলাকাবাসী শোকাহত, মর্মাহত, ব্যাথিত। নিহতের আপন বড় ভাই রতন মিয়া বলেন আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আমি সকলের কাছে আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাই। ইকোরাটিয়া গ্রামের মুখলেস বলেন কামরুজ্জামান কামাল খুবই ভালো মানুষ ছিলেন মানুষের সাথে ভালো আচার ব্যবহার করতেন, খুবই দরবারী মানুষ ছিলো, তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।