আটপাড়ায় সন্ত্রাসী হামলায় যুবককে হত্যা চেষ্টা : মামলা
একে এম এরশাদুল হক জনি:
জেলার আটপাড়া উপজেলায় সন্ত্রাসী হামলার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গতকাল (৪ এপ্রিল, শুক্রবার) রাতে থানায় মামলা হয়েছে।
জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে রাজিন নামে এক যুবককে হত্যার উদ্দেশ্য দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গত ২ ই এপ্রিল বুধবার সন্ধায় উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের একদিলের মোড়ে রাস্তায় পূর্ব শত্রুতা জের ধরে এ হামলা করে সন্ত্রাসীরা।
আহত রাজিন মিয়াকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্তার অবনতি হওয়ায় পর দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেও কোন উন্নতি না দেখা দেওয়ায় বিকেলে দ্রুত মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজন।
আহত রাজিন মিয়া আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রুপচন্দ্র পুর গ্রামের মোঃ রিপন মিয়ার ছেলে। এ বিষয়ে রাজিনের চাচা মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটপাড়া থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
আাসামীরা হলেন, উপজেলার হরিপুর গ্রামের মৃত নন্দু মিয়ার ছেলে মোঃ উজ্জ্বল মিয়া, মৃত আবু তাহেরের ছেলে জাকির মিয়া, তার ভাই হুসাইন মিয়া, মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ ওয়াসিম মিয়া, একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুহুল আমিন, মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ জসিম মিয়া, মৃত কালাচানের ছেলে মোঃ সুজন মিয়া, পিতা অজ্ঞাত মোঃ কাদির মিয়া সহ অজ্ঞাত আরও ৫-৬ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত উপজেলার হরিপুর গ্রামের লোকজনের সাথে রুপচন্দ্র পুর গ্রামের বিরোধ চলছিল। এরই জের ধরে ২ ই এপ্রিল বুধবার সন্ধ্যায় রাজিন দোকান থেকে বাড়ি ফেরার পথে একদিলের মোড়ে একা পেয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তার ওপর হত্যার উদ্দেশ্য দারালো অস্ত্র দা, ছেনি, লোহার রড, চাপাতি ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনার জের ধরে থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার প্রেক্ষিতে আসামিদের ধরার চেষ্টা চলছে।