আটপাড়ায় সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার
আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, ইসলামিক ফাউন্ডেশন আটপাড়া নেত্রকোনার ফিল্ড সুপারভাইজার আব্দুর রাজ্জাক, স্বাগত বক্তব্য রাখেন বানিয়াজানের শিক্ষক শাকিল আহমেদ, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পূর্ব হাতিয়া জামে মসজিদের ইমামে খতিব মো. আল আমিন, ইমামদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বামুন্দি জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান, পাহাড়পুর জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলাম দোয়া পরিচালনা করেন।