আটপাড়ায় সরকারের উন্নয়ন তুলে ধরছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী আলমগীর হাসান
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ১৪ই অক্টোবর শনিবার উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সফলতা নিয়ে দুওজ বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি মো আল মামুন খান এঁর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩( কেন্দুয়া – আটপাড়া) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি, বি এন পি জামায়াত জোট বিরোধী আন্দোলনের ঢাকার রাজপথের তুখোড় ছাত্রনেতা, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আলমগীর হাসান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জাহাঙ্গীর চৌধুরী, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক জাহাঙ্গীর হাসান, দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার ইমরান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে নেত্রকোনা -৩ আসন থেকে আলমগীর হাসানকে দলীয় মনোনয়ন প্রদানের দাবী জানান।
দলীয় সূত্রে জানা যায়, মো আলমগীর হাসান ইতিমধ্যে গত দুটো সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।এবং এই ধারাবাহিকতায় তিনি কেন্দুয়া -আটপাড়া তৃনমুল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।তিনি অসহায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের পাশেও আর্থিক সহায়তা সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। তারুন্যের প্রতীক হিসেবে তিনি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে ও ইতিমধ্যেই স্হান করে নিয়েছেন।