আটপাড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমা।

রোববার বিকাল ৩:৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আটপাড়া প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সহ- সভাপতি কামাল হোসেন তালুকদার,  সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, অন্যতম সদস্য আমীর খসরু স্বপন, আলী হায়দার কাঞ্চন, রফিক তালুকদার, রোকনুজ্জামান খান রোকন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফি, তানজিলা শাহ রুবী, মাকসুদুল হক, ইবাদ, ফয়সাল চৌধুরী, হাবিবুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।