আটপাড়ায় সাবেক এমপি পিন্টু’র আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

ইকবাল ভূঁইয়া:
নেত্রকোনার আটপাড়ায় (কেন্দুয়া আটপাড়া) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য সৎ, এলাকার প্রিয় মুখ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি’র আগমনে উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে ।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৬ই আগস্ট বুধবার বেলা এক ঘটিকায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দিবেন তিনি।

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপির আগমনকে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনীতিতে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা সভা ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন বলে মনে করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুজ্জামান খান লিটন।

এখানে উল্লেখ্য যে, আটপাড়া কেন্দুয়ার আওয়ামী পরিবারের ত্যাগী, বঞ্চিত এবং পরীক্ষিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দুয়া আটপাড়া বিভিন্ন এলাকার চষে বেড়াচ্ছেন তিনি।