ইকবাল ভূঁইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় ওমর হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দুওজ গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওমর একই গ্রামের আব্দুল হকের ছেলে। সে স্থানীয় গরমা হাই স্কুল এর ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার আগের দিন (শুক্রবার) কয়েকজন স্কুল ছাত্র ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে দুওজ ইউনিয়নের রামকৃষ্ণপুর ব্রীজের কাছে মাতাল অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে। ছাত্ররা ওই ব্যক্তির কাছে কাগজে মোড়ানো গাঁজা দেখতে পেয়ে তা নদীতে ফেলে দিয়ে বাড়ীতে চলে যায়।
পরে অজ্ঞাত এই ব্যক্তি তার গাঁজা ফেলে দেওয়ার ঘটনাটি স্থানীয় মাদক ব্যবসায়ী শাহিনুর (৪৫) কে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শাহীনুর শনিবার সকালে ছাত্ররা প্রাইভেটে যাওয়ার সময় দা নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় ওমর হোসেন (১৪) কে মাথায় কয়েকটি কুপ দেয়। শাহিনুর একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পরে আহত অবস্থায় ওমরকে স্থানীয় লোকজন আটপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে ওমর আটপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছে।
এদিকে ওমরকে কুপানোর পর অভিযুক্ত শাহীন তার ভাইকে দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে ফোন করে জানায়, স্কুল ছাত্ররা তাদের মারধর এবং বাড়ি ভাঙচুর করছে। পুলিশ তদন্তে গিয়ে উল্লেখিত অভিযোগের সত্যতা পায়নি।
তদন্তকারী পুলিশ সদস্য এস.আই কায়সার প্রতিবেদককে জানায়, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পায়নি। তবে স্কুল ছাত্র ওমরকে কুপানোর ঘটনাটি সত্য। আমরা অভিযোগের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা নিব।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযত ব্যবস্থা নিব।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত