আটপাড়ায় স্থানীয় এমপির নাগরিক সংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনা- ৩ (কেন্দুয়া-আটপাড়া) নবনির্বাচিত সংসদ সদস্য ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু এমপিকে আটপাড়া উপজেলা নাগরিক কমিটির আয়োজনে নাগরিক কমিটির দেওয়া সংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছানোয়ার উদ্দিন ছানু প্রতিনিধিকে জানান, অল্প সময়ের মধ্যে সকলের প্রচেষ্টায় আয়োজন সম্পন্ন করেছি আমরা। বেলা ২ঘটিকায় যথাসময়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হবে।
ইতিমধ্যে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন কমিটির আহ্বায়ক ছানোয়ার উদ্দিন ছানু, যুগ্ম আহ্বায়ক মুহিজ্জামান খান লিটন, বাবু কেশব রঞ্জন সরকার, মীর মেহেদী হাসান টিটু, আটপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, তসলিম উদ্দিন খান জীবন, এ,বি, এম, রেজাউল হাবিব কামাল, জাহাঙ্গীর হাসান, আবু রেজা মাহবুব টিপু, নিজাম ইয়ার খান নিজাম, শফিকুল ইসলাম,মাহমুদুল হাসান খান রুবেল খান, তানভীর আহমেদ, বাচ্চু মিয়া, কায়সার আহম্মেদ,ইমন, মহন খান,ইমন খান,সুজন মেম্বার,অর্পন মেম্মার,ফেরদৌস মিয়া,আলামিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগরিক সমাবেশ উপলক্ষে উপজেলায় সকল শ্রেনীর মানুষের মাঝে সাজ সাজ রব পড়েছে। কমিটির যুগ্ন আহবায়ক মুহিজ্জামান খান লিটন বলেন, দীর্ঘদিন অন্ধকার জগত থেকে সাধারণ মানুষ আলো ফিরে পেয়েছে ফলে নবনির্বাচিত সংসদ সদস্য ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টু এমপি মহোদয়কে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে।
এখানে উল্লেখ্য যে আগামী কাল ২৫শে জানুয়ারী বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় উপজেলা মাল্টি পারপাস হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।