আটপাড়ায় স্থানীয় সরকার দিবস ২০২৩ উন্নয়ন মেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনা  আটপাড়ায় ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার দিবস/২৩ উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলার শেষ দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ এঁর সভাপতিত্বে  সভাপতিত্বে মেলায় বিভিন্ন দপ্তরের সেবা স্টল হতে বাছাই করে ভালো সেবা প্রদানকারীদের নির্বাচন করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় সভাপতি তাঁর  বক্তব্যে  মেলায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সাথে সরকারি বিভিন্ন সেবা জনগনের মাঝে প্রচার ও প্রকাশনার জন্য আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আল মুতাছিম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের  প্রতিনিধিবৃন্দ প্রমূখ।