আটপাড়ায় হাসপাতালসহ দু’টি রাস্তা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ২২শে অক্টোবর রবিবার উপজেলার হাসপাতালের গুরত্বপূর্ণ গেইট সহ দু’টো রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অদ্য সকল ১১টায় উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্টিত হয়। গেইট বন্ধের ফলে উপজেলার উত্তর অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। হাসপাতালের গেইটটি বন্ধ করে দেওয়ায় হাজার হাজার মানুষ হাসপাতালে যেতে হলে বিকল্প রাস্তা না থাকায় প্রায় এক কিলোমিটার ঘুরে প্রায় সময় মুমূর্ষু রোগীকে নিয়ে চিকিৎসা নিতে যেতে হয়।
স্বাধীনতা পৃর্ব হতেই বন্ধকৃত গেইট দিয়েই উত্তর অঞ্চলের মানুষ রোগী নিয়ে চলাচল করতো।অপর দিকে উপজেলা পরিষদ এর বাউন্ডারি নির্মান করতে যেয়ে শহীদ মিনার সংলগ্ন আটপাড়া নেত্রকোনা মেইন রাস্তা সংলগ্ন মূখ বন্ধ করে দেওয়ায় মানুষের চলাচলের চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
এই অচলাবস্থা হতে পরিত্রান পেতে এলাকার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষের অংশগ্রহণে মানব বন্ধনে উপস্থিত ছিলেন, বীরমুক্তি যোদ্ধা নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হুুমায়ুন কবীর লিটন, বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর সহসভাপতি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল, খলিলুর রহমানকে খান কানন, জহিরুল ইসলাম খান হীরা, কামরুজ্জামান কাজল, উপজেল যুবলীগ সভাপতি নিজাম ইয়ার খান নিজাম, তানভীর হাসান খান কামাল, হায়দার জাহান সাগর, আলী হায়দার কাঞ্চন, লুনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, বাচ্চু মিয়া,হায়দায় আলী খান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
হাসপাতাল সূত্রে জানা যায়, বন্ধকৃত গেইটটি খুলা থাকলে হাসপাতালে অবস্থানরত স্টাফরা নিরাপত্তা হীনতায় ভোগেন এমনকি আবাসিক ভবনগুলোতে বসবাসরত স্টাফদের চুরি সহ আপত্তিকর ঘটনারও সম্মাখীন হতে হয়। ফলে তাদের বিষয়টিও মাথায় রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন।