আটপাড়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

ইকবাল ভুঁইয়া:
নেত্রকোনার আটপাড়ায় পুলিশের অভিযানে ০২ নভেম্বর রাত ০১ টা ৪৫ মিনিটে ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ আল আমিন (৪৪) এর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে এবং রুপচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মৃত সাবান আলীর ছেলে মোঃ আব্দুর রেজ্জাক (৫০) কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি সহ আটক করা হয়।

আটপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।