আটপাড়ায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ৯টায় যুক্ত হন

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

ফয়সাল চৌধুরী :
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের প্রত্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার ঘোষণা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার নেত্রকোণার আটপাড়ায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ৯টায় যুক্ত হন।

এই পর্যায়ে সারা দেশে ২২১০১টি ঘর উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইদুল হক তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সকল ইউ.পি চেয়ারম্যানসহ সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ।