আটপাড়ার পুকুরের পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিঁধ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ইব্রাহিমের ছেলে ইরফান (৬) ও মস্তুর মেয়ে খাদিজা (৪)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন জানান, সকালে বাড়ির পুকুরের পাশে খেলাধূলা করছিল ইরফান ও খাদিজা । এক পর্যায়ে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়। সকাল ৯টার দিকে তাদের দেহ পুকুরে ভাসতে দেখে ইরফানের মা।

তাঁদের দেহ ভেসে উঠলে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী মো. শাকিল আহমেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারবর্গকে সমাবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।