আটপাড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোনার আটপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রামমান আদালতোর অভিযানে দুই মামলায় ব্যবসায়ীকে ১৫শ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার অভয়পাশা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ টি মামলায় ১ হাজার ৫ টাকা জরিমানা আদায় ও বাজার মনিটরিং করা হয়।

এ ব্যাপারে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, বাজারের অস্থিতিশীলতা দূর করতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযানে প্রেসকার অরুন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।