আটপাড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোনার আটপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রামমান আদালতোর অভিযানে দুই মামলায় ব্যবসায়ীকে ১৫শ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার অভয়পাশা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ টি মামলায় ১ হাজার ৫ টাকা জরিমানা আদায় ও বাজার মনিটরিং করা হয়।
এ ব্যাপারে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, বাজারের অস্থিতিশীলতা দূর করতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযানে প্রেসকার অরুন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।