আটপাড়ার মগড়া নদীর পাড়ে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল
আটপাড়া প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ার মগড়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। পুণ্যস্নানে অংশ নিতে শনিবার ভোর থেকেই সোনাজুর গোপাল ঠাকুরের কালী মন্দিরে মগড়া নদীর পাড়ে মানুষের ঢল নামতে শুরু করে। অষ্টমী স্নানের লগ্ন ভোর ৪টা থেকে শুরু হয় ।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোছনের জন্য প্রতিবছর মগড়া নদে পুণ্যস্নান সম্পন্ন করেন। এবারের পুণ্যস্নানে বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করছেন বলে জানান আয়োজকরা।
আটপাড়া উপজেলাসহ মদন, নেত্রকোণা সদর, কেন্দুয়া, সুনামগঞ্জের ধর্মপাশা, দিরাই, সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে পূর্ণার্থীরা।
সুনামগঞ্জের দিরাই থেকে এসেছেন আরাদন পাল তিনি বলেন ‘আমি ১৭ বছর যাবৎ প্রতি অষ্টমীতে এখানে আসি, অংশ নেই অষ্টমী স্নানে, এখানে খুব সুন্দরভাবে আমরা স্নান করে পূজা ও কীর্তন করছি খুব ভালো লাগছে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত আছে, আয়োজকদের ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।
আরেকভক্ত জানান, আমি প্রতি বছরের মতো এবারোও এসেছি অষ্টমী স্নানে অংশ নিতে, এবার আমার পরিবার এসেছে, আমরা সহ ভক্তরা অষ্টমী স্নানে অংশ নিচ্ছে, এবং কীর্তন শুনছে, খুবই ভালো লাগছে।
গোপাল ঠাকুর কালী মন্দিরের সাংগঠনিক সম্পাদক
সজল পাল বলেন ‘আমরা ১৭ বছর যাবত এ অষ্টমী স্নান ও কীর্তন পরিচালনা করছি। প্রতি বছরের মতো
এ বছরেও অষ্টমী স্নান অনুষ্ঠিত হচ্ছে, দূর দূরান্ত থেকে
ভক্তরা আসছে,অনেক মানুষ আসছে, কোন সমস্যা হচ্ছে না৷ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দ্বায়িত্বে
আছে, সুষ্ঠুভাবে অষ্টমী স্নান অনুষ্ঠিত হচ্ছে
ভক্তরা খুবই খুঁশি।
গোপাল ঠাকুর কালী মন্দিরের সভাপতি বাদল পাল বলেন, আমার বাপ দাদারা প্রতি বছর অষ্টমী স্নান ও কীর্তনের আয়োজন করে, এরই ধারাবাহিকতায় আমরাও করছি শান্তি পূর্ণভাবেই এবার অষ্টমী স্নান অনুষ্ঠিত হচ্ছে। অষ্টমী স্নান ঘিরে মগড়া নদীর পাড়ে লোকজ মেলার আয়োজন ও চলছে, চলছে সারাদিন সংকীর্তন।