আটপাড়ার সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ শুরু
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনার আটপাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শনিবার ( ৮ জুন) সকাল ১১ টায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের সামনে মাটির টানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াসমিন নিপা।
এরপর উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি অফিসার আশরাফুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ , শুনই ইউনিয়নের চেয়ারম্যান রোকন উজ্জামান রোকন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ,কর্মচারিবৃন্দ প্রমূখ।