আটপাড়া উপজেলা কালব এর ব্যবস্থাপনা কমিটির মত বিনিময় সভা

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

আটপাড়া প্রতিনিধি :
ক্রেডিট ইউনিয়নের উন্নয়নের লক্ষে দ্যা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাইফুদ্দিন সবুজ ও কালব নেত্রকোনা জেলা ব্যবস্থাপক মো. আব্দুল মতিনের সাথে আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ব্যবস্থাপনা কমিটির জরুরী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলা বাস্ট্যান্ডে কালব এর ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দ্যা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. সাইফুদ্দিন আহমেদ সবুজ, এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ব্যবস্থাপক মো. আব্দুল মতিন, আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর সভাপতি লোকমান হেকিম তালুকদার, সহ-সভাপতি একদিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সদস্য ওবায়দুল হাসান, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সেবা আক্তার শিল্পী প্রমুখ।

এর আগে দ্যা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাইফুদ্দিন সবুজ ও কালব নেত্রকোনা জেলা ব্যবস্থাপক মো. আব্দুল মতিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর সভাপতি লোকমান হেকিম তালুকদার, সহ-সভাপতি একদিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।