আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী লিলু
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে কাজ করেছেন স্লোগান মাষ্টার রবিউল আওয়াল লিলু। রাজনীতির মাঠে সোচ্চার অন্যান্য পদ প্রত্যাশীরাও। এরোই অংশ হিসেবে জেলায় বায়োডাটাও জমা দিয়েছেন প্রায় অর্ধ শত প্রার্থী।
তবে এদের মধ্যে মো রবিউল আওয়াল লিলু অন্যতম। ছাত্ররাজনীতিতে পোড় খাওয়া এই নেতা মাষ্টার্স পড়ছেন নেত্রকোনা সরকারি কলেজে। তিনি ইতিপূর্বে ২০১৩ সনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়ে জেলা কমিটির বরাবর সিভি জমা দেন। পরে ২০১৫ সালে গঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পান।
মো রবিউল আওয়াল লিলু উপজেলার তেলিগাতী, দুওজ ও শুনই ইউনিয়ন এর সাংগঠনিক দায়িত্ব পেলে নিষ্টার সাথে তা পালন করেন। উপজেলায় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যেয়ে বিএনপি জামায়াত বিরোধী লড়াই সংগ্রামে সাহসিকতার সহিত দায়িত্ব পালন করছেন। তার বড় ভাই কামাল হোসেন এরশাদ বিরোধী থেকে শুরু করে খালেদা বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এবং উপজেলা যুবলীগের অন্যতম সদস্য পদে দায়িত্ব পালন করতে যেয়ে বিএনপির আমলে জননিরাপত্তা মামলার আসামি সহ অসংখ্য মামলার আসামী হন।
বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্ব পালন করছেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে মো রবিউল আওয়াল লিলু বলেন, জেলা নেতৃবৃন্দের সু-দৃষ্টিতে দায়িত্ব পেলে জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাব । তিনি আরো বলেন, উপজেলায় নিজকে সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট রাখবো।