আটপাড়া উপজেলা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া
আটপাড়া প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা পরির্দশন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
সোমবার (১৩ নভেম্বর ) সকালে তিনি নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ কে সাথে নিয়ে আটপাড়া উপজেলা পরির্দশনে আসেন।
পরে তিনি উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ও জনপ্রতিনিধির সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উম্মে সালমা তানজিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।