আটপাড়া উপজেলা পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
আটপাড়া প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, বিদ্যালয়, দুওজ -সোনাজুর বাজার সংযুক্ত সড়কে চারিগাতিয়ায় মগড়া নদী ভাঙ্গন, উন্মুক্ত লাইব্রেরি ‘অগ্রযাত্রা’র পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি), মোস্তাফিজুর রহমান, তোলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ, দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার প্রমুখ।