আটপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনা আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আটপাড়ায় একটি মিলনায়তনে দিনব্যাপী কর্মি শিক্ষা শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে
ইসলামি মোমেনশাহী অঞ্চলের টিম সদস্য ও
নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক
আমীর, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি, (আটপাড়া – কেন্দুয়া) জামায়াত মনোনিত প্রার্থী দেলোয়ার হোসেন সাইফুল, তারবিয়্যাত সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়েতে ইসলামি আটপাড়া উপজেলা শাখার আমির মাওলানা হোসাইন আহম্মেদ (একদিল), বক্তারা জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় জামায়াত সদস্যরা উপস্থিত ছিলেন।