আটপাড়া উপজেলা সমিতি ময়মনসিংহ এর  আহবায়ক লিটন সদস্য সচিব নজরুল 

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
ময়মনসিংহে বসবাসরত আটপাড়া উপজেলার বাসীর মাঝে  ৩১সদস্য আহবায়ক কমিটি গঠন ঘোষণা  হয়েছে। ২২শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ঘটিকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকল সদস্যদের  উপস্থিতিতে ব্যপক উৎসাহ উদ্দীপনায় এই মতবিনিময় অনুষ্টিত হয়।সকলের সিদ্ধান্ত ক্রমে উপজেলার বানিয়াজান গ্রামে মো মহিবু্জ্জামান খান লিটন কে আহবায়ক  ও শ্রীরামপুর নিবাসী  মো নজরুল ইসলাম কে সদস্য সচিব ওস স্বল্প শুনই নিবাসী রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মনোনিত করে ৩১ সদস্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

সমিতি গঠন কল্পে ইতি পর্বে গত ৭ সেপ্টেম্বর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বার অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হল। সভায় সভাপতিত্ব করেন মাহমুদুল নবী টুটুল ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাম্মেল বাবু সাবেক ইউপি চেয়ারম্যান ও নেত্রকোনায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু,আনিসুর রহমান ভূঁইয়া, হীরা খানম, রানা খান, এডভোকেট আব্দুল্লাহ মোস্তাকিম রফিক  প্রমূখ।