
ফয়সাল চৌধুরীঃ
নেত্রকোণার আটপাড়ার বালিকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ের লক্ষ্যে সকল শিক্ষার্থীর অভিভাবকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বালিকান্দি মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ, দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার, বালিকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল হাইসহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।