আটপাড়া প্রতিনিধি:
নানা আয়োজনে নেত্রকোণার আটপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র্যালি, মহড়া এবং আলোচনা সভা।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেষ হয়। এরপর অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়৷
সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বাস্তবায়নে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেশকাতুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, ১নং স্বরমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, ২নং শুনই ইউনিয়নের
চেয়ারম্যান মো. রোকন উজ্জামান রোকন, ৩নং লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কবীর, ৫নং তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]