
ইকবাল ভূইয়া:
নেত্রকোণার আটপাড়ায় কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪শে জানুয়ারী) উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়নের মোট সাতটি ক্লাবের সদস্যরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাকিল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো রউফ সরকার, ফিল্ড সুুপার ভাইজার নুরে আলম, জেন্ডার প্রমোটার মোঃ জাকির হোসেন মিল্টন মিয়া, কিশোর কিশোরী ক্বাবের সদস্যবৃন্দ প্রমূখ।