
আটপাড়া প্রতিনিধিঃ– নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মির্জাপুর গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। আশেপাশের লোকজনের দীর্ঘ খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভেসে উঠতে দেখা যায়। তখন তার মৃত্যু নিশ্চিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে শিশুটি মির্জাপুর গ্রামের মহেশের মেয়ে। বর্তমানে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বইছে।