আটপাড়া প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলা সদরের মাদল গ্রামের জনৈক ইয়ার হোসেনের পুকুরে ডুবে তারা মারা যায়।
নিহতরা হচ্ছে, উপজেলার মাদল গ্রামের আনোয়ার হোসেনের ৬ বছরের ছেলে সাব্বির ও তার বড় ভাই এরশাদের ৭ বছরের ছেলে সিফাত।
পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় হঠাৎ তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]